পাহারাদার

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
ও লোকটা দাঁড়িয়ে রয়েছে কার হুকুমে হুইসিল বাজায়? গেট খোলে - আবার লাগায় তালা! হুইসিল বাজিয়ে বাজিয়ে কারও গাড়ি ঢুকতে দেয় - কারওটা দেয় না! গাড়ি ছাড়া লোকও ঢুকতে পারে না - ঢুকতে পারে না সাধারণ মানুষও! যারা ঢোকে - তারা ব্যাজ পরিহিত কেউ কেউ ব্যাজের অধিক পরিচয় নিয়ে \হ- প্রবেশাধিকার পায়, তারা শুধু বাড়িওয়ালার গান গায়! সেই একই গান - একই মান! যে লোকটা দাঁড়িয়ে বাজাচ্ছে হুইসেল তার বাঁশি বাজানোর সখ ছিল! সে এখন বাঁশি বাজাতে পারে না - বাঁশি বাজানোটা খানিক শিখেছিল \হতারপর এগুতে পারেনি! সে এখন অনুগত, অধীনের বিনীত নিবেদক - এখন হয়েছে পাহারাদার! কার?