শুধু ধান নয়

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মেহেদী ইকবাল অঘ্রাণে ছোট ছোট ছোট নদীগুলো বেড়াতে যায় আকাশ পাড়ায়। বকেরা বিলের পাড়ে সারাদিন খুঁজে ফেরে ছোট মাছ। কখনও উড়ে আসে পানকৌড়ি কচ কচ শব্দ তুলে দলবেঁধে শামুক খুঁজে শামুকখেঁচারা। বিলগুলোতে এখনও নামে বক, বকেরা যাবে কোথায়? সাদা ধবধবে বক, দেখে মনে হয় আছে দাঁড়িয়ে অ্যাপ্রোণপরা সেবিকারা! উপরে নীলাকাশ, তৈরি হচ্ছে কিষান- কিষানি ভেসে আসে পুরুষ্টু ধানে ঘ্রাণ! শুধু ধানে নয়, ঘরে উঠবে আরো অনেক কিছু ধান বিক্রি শেষ হলে শোনা যাবে মালকাবানুর গান! ওই যে দেখুন, কিছু একটা মনে করে কীট মিষ্টি হেসে উঠছে লাজুক কিশোরীটা!