হয়ে ভোরের পাখি

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জাহানারা জানি রাসেল সোনা ঘরে আয় সন্ধ্যা নামে লেকের গায় রাসেল রে কোথায় গেলি তোর কথা আর কারে বলি তোর কথা যেই মনে হয় দুচোখেতে বন্যা বয় ধানমন্ডি লেকের ধারে হাসু আপা খোঁজে কারে? তোর খোঁজেতে বেলা যায় রাসেলরে তুই ঘরে আয় ওরে তাজা ফুলের কলি রাসেলরে তুই কোথায় গেলি? রাসেলরে তুই ফিরে আয় সন্ধ্যা নামে লেকের গায়। বত্রিশ নম্বর বাড়ির ভেতর ছোট্ট যে তোর ঘরে- তোর আদরের খেলনাগুলো কেঁদেই কেঁদেই মরে রাসেল সোনা জাদুরে তুই আয় ফিরে আয় ঘরে শিউলি গাছে ফুলকলিরা নিত্যি ডাকে ভোরে। কেন কান্দো হাসু আপু তোলো সজল আঁখি চেয়ে দেখো ডাকছি তোমায় হয়ে ভোরের পাখি!