তোমার চোখে ভাগ্য নির্ধারণ

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আহমাদ সোলায়মান অনুভব করি বিদায় সাজের অশ্লীল চিৎকার স্বার্থের মতো ভয়ানক ব্যাধি ছিল না আমার চাঁদের প্রতি হিংসা তাই আকাশ দেখিনি কখনো বলা হয়নি, অবকাশের জমানো কথা। মধ্যরাত পান করে যার মিলে এক গস্নাস সুপ্তি তাকে তুমি কা-পুরুষ বলতে পারো না স্বপ্ন তোমার, এ দাবি করতেই পারো অন্ধকার আমার বলে আজ আমি নিশ্চুপ। একবার যদি তোমার চোখে তাকাতে পারতাম তাহলেই হয়ে যেত আমার ভাগ্য নির্ধারণ \হদেখতে পেতাম তোমার হৃদয়ের ছবি হৃদয়ে থাকা মুখের ছবি।