অঘ্রাণের পূর্ণিমায়

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হাসান ইকবাল মাঝরাতে ঘুমের কপাট খুলে কে ডাকে ভরা পূর্ণিমায়? \হযে ডাকার সে তো চলে গেছে ওই সুদূর তেপান্তরে, দ্বিপদী আলোর আঙিনায় নিয়ত রাজে ভাঙনের সুর বসন্ত এবং বর্ষা দুটোতেই বিরহের শৈল্পিক চাষাবাদ। অঘ্রাণের আকাশে সারি সারি আলোর ফোয়ারা, আতশবাজি নক্ষত্রের নিটোল রাতে ঝরে হেমন্তের মায়াবী চৌকাঠে।