আতঙ্কিত নগরে

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেখ হামিদুল হক প্রতিদিন দুপুর দেখি আতঙ্কিত নগরে; ডাহুক রোদে কাঁপে বুক অজানা শঙ্কায়, অবুঝ বিকেলটা এখনো কাঁদে বিরহী রাতের কথা ভেবে, কত চিৎকার থেমে যায়, কত আর্তনাদ মিশে যায় বাতাসের কোলাহলে, মিশে গেছে আবরারের আর্তনাদও। বারবার প্রতিবার রক্তের নদি বয়ে যায় ধরণীর বুকে, বিষাদের আঁচল প্রসারিত হলেও থেমে থাকে না হত্যার শিরোনাম, মানবতা আজ কেন মুখ লুকায় চোরাবালি চেতনার ফাঁদে? প্রতিবাদি কণ্ঠ কেন স্তব্ধ হয়ে যায় আগ্রাসী স্রোতের বিপরীতে! ক্লান্ত বিকেলটা ভাবনার আকাশে খুঁজে ফেরে নির্ভুল সমাধান। আজ সভ্যতার মানচিত্র অবরুদ্ধ অসভ্যতার শেকলে, ছিঁড়ে ফেলার প্রত্যয়ে বিভ্রান্ত চোখের মণি খুঁজে ফেরে বিদ্রোহী নদীর জলোচ্ছ্বাস। চেতনার ঘুমন্ত পাখিরা জেগে ওঠ প্রতিবাদী শক্তি নিয়ে; রুখে দাও দানবীয় সন্ত্রাসের গতিপথ।