হৃদয় খোঁড়া বেদনা

(শহীদ আবরার ফাহাদ স্মরণে)

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুজন হাজারী চোখের জলে গড়াই নদীর বহতা স্রোত সাগরে পাথর চাপা বুকে বেদনার নীল হিমালয় আকাশ পেরিয়ে মহাশূন্যে কাফনে মোড়া আশ্বিনের ভেজা মাটিতে সাদা কাশবন বাবা মার হৃদয় খোঁড়া উর্বর আর্তনাদ শোকার্ত বুয়েট ক্যাম্পাস বিক্ষোভ মিছিলে উত্তাল অদম্য মেধাবী আবরার দেশবাসীর হৃদয়ে টাইফুন ঝড়ের স্পন্দন নৃশংস হত্যার প্রতিবাদে ঘুমন্ত শিশুরা কেঁদে ওঠে বিচারের দাবিতে মর্মাহত বাবা মার খালি পাঁজরে বেদনার বেহালা বাজায় ওস্তাদ আহারে বাছাধন কোথায় হারালে এসো মায়ের হাতে মাখা একনলা ভাত খাবে আবরার ফাহাদ জাতিসংঘের সদর দপ্তরে উচ্চারিত তরুণী প্রেমিকার ভালোবাসার প্রহরে সূচিতে পাঠ্য \হইতিহাসে চিরঞ্জয় অব্যয় অক্ষয়।