রাতের হেমন্ত বাতাসে

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রবীন্দ্রনাথ অধিকারী বুক তার অতনু পাহাড় ঠোঁট তার কমলা লেবুর রসার্দ কোয়া গভীর সম্মোহনে নিভৃতে নির্জনে ডাকে অবিরাম রাতের হেমন্ত বাতাসে খোঁপা-খোলা কোনো এক এলোকেশী নারী দূরের কবি আমি অড্ডেয় কবি আমি পারিজাত কুসুম আমি কি তার ডাকে সাড়া দিতে পারি, সে পথ আছে কি আমার জানা? আমি কি হতে পারি কবিতার অগ্র পুরুষ প্রেমকাতর হেলাল হাফিজ আমি কি হতে পারি সে নারীর কোমল দেহ-ঘরের গোপন কুঠারী রমনার রজঃরসে সিক্ত নিষিক্ত সুরভিদানাদর বীজ আমি কি হতে পারি সম্মোহনের অনুপেয় কাড়ি কাড়ি জৈষ্ঠের জাম আমি তবু লিখিলাম আমার নাম তারই মন্দাক্রান্ত হৃদয়ের হলুদ পাতায়।