সত্যের মুখোমুখি

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাহার আহমেদ মনে পড়ে একদিন প্রশ্ন করেছিলে এমন কোনো মেঘ আছে যার বুকে বৃষ্টি জমা নেই? ভীষণ বিপাকে ফেলে দিয়েছিলে না বুঝেই উত্তর দিয়েছিলাম। পাষাণ মেঘের বুকে কোনো বৃষ্টি নেই। হো হো করে হেসেছিলে। মায়াবী মেঘের বুকে কোনো বৃষ্টি থাকতে নেই। আকাশের ভাঁজে ভাঁজে সুখের ঢেউ তুলে শুধু ভেসে যাওয়া। পাল্টা প্রশ্ন করেছিলাম মেঘ মানেই কি দুঃখ? কেননা বৃষ্টি মানেই তো কান্নার প্রতীক চোখের পানির মতোই শুধু ঝরে পড়া। কেন মেঘের বুকে বৃষ্টি ছাড়া স্বপ্ন কি জমে থাকতে পারে না? উত্তর দিতে চায়নি। তোমার চোখের গভীরে যেমন সন্দেহের ছায়া ছাড়া আর কিছু কখনো দৃষ্টিগোচর হয়নি। হতে পারে এ আমার বোঝার ভুল আমার অপারগতা। আজও জানিনে কেন এভাবে সবটাই এড়িয়ে গেছি। হতে চাইনি সত্যের মুখোমুখি।