কাশফুল

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মানস বিশ্বাস আবার আসবি কিন্তু কাশফুল এবার এলে তোর রাঙ্গাপায়ে রক্তলাল আলতা পরাবো- শত বেলির মালায় সাজাবো তোর এলোমেলো চিকন কালো চুল আর ঐ দু'চোখে টেনে দিব কাজলের মিষ্টি রেখা। এবার এলে তোর কাছে নেট ভালো করে বুঝে নিব কাজলের মিষ্টি রেখা। এবার এলে তোর কাছে নেট ভাল করে বুঝে নিব তারপর ইউটিউব গোগল আরো কি সব আছে না? সব ঘুরে ঘুরে মানুষের এই পৃথিবীটাকে ভালো করে দেখে নিব। হিসেবের এই ছোট ঘরে আর ভালো লাগে নারে কাশফুল, আর ভালো লাগে না। তুই এলে আমার ব্যথা কুড়ানো দিন শেষে স্বপ্ন সাধের নৌকা ভাসাবো উজানে ভাটিতে আবার ভাটি থেকে উজানে তুই এলে নদী পাড়ের কাশফুলে তোর ছবি উঠাবো ঠিক যেন দুর্গামায়ের মতো কিরে ভাবছিস তো- এই বুড়ো বয়সে কি হলো আবার? শোন যৌবন চলে গেলেই কি সব চলে যায় চতুরঙ্গ শিখায় জ্বলে ওঠে মন প্রাণের অঞ্জলি ছুটে বেড়ায় মন্দিরে মন্দিরে তুই এলে শিশির ছাওয়া ভোরে শিউলি কুড়াবো তোকে নিয়েই পৃথিবী ভরা মানুষের মাঝে জীবনের বিসর্জন দেখাবো। আসবি কিন্তু কাশফুল।