টুঙ্গিপাড়া

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আব্দুল গণি মিঞা টুঙ্গিপাড়ায় শিশুটির জন্ম হয়েছিল; জন্ম হয়েছিল প্রায় শত বর্ষ আগে, সেই অজ-পাড়া-গাঁয়ের শিশুটির জন্ম লগ্নে হেসেছিল তার গর্বিত টুঙ্গিপাড়া আর এই পলিমাটির দেশ বাংলাদেশ। গ্রামের সেই শিশুটি বড় এক ইতিহাস। বিশাল বড় এক ইতিহাস। এই ধূসর কাদামাটির পলল ভূমি তখনো পরাধীন; এই সোনার দেশের বুকে তখনো নিত্য চষে বেড়াতো ইংরেজ-পাঞ্জাবি হায়েনার দল। বড় হয়ে এই শিশুটি রুখে দাঁড়িয়েছিল; রুখে দাঁড়িয়েছিল এই সব বিদেশি তস্করদের স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে এই জনপদকে করেছিল প্রত্যয়ী আর মহাসংগ্রামী। এই শিশুটি আমাদের সকলের অতি চেনা মুখ; ৭১-এর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্রষ্টা; বীর বাঙালির কাঙ্ক্ষিত আদরের সোনামণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের সিঁড়ি বেয়ে বঙ্গবন্ধু আর জাতির পিতা হয়ে উঠা টুঙ্গিপাড়ার সেই শিশুটি এখন আমাদের মাঝে আর নেই; তার আকাশ ছোঁয়া শিল্পিত রাজনীতির খেলা এখন আর আমাদের চোখে পড়ে না; '৭৫-র মধ্য আগস্টের কালো রাতে নব্য বর্গীরা সহসা-ই তাকে ছিনিয়ে নেয় না ফেরার দেশে। বাংলার চির-কালের বন্ধু টুঙ্গিপাড়ার সেই শমুটিকে আজ খুবই পড়ে ভালোবাসা আর গভীর বেদনায়।