দিন বদল

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লুৎফুল আহসান সর্বনাশা বুলবুল ছিনিয়ে নিল কানের দুল বানে ভাসে শিশুর চুল, শাক-সবজি নাকের ফুল। দাম বেড়েছে পিঁয়াজের, দলে বলে নিয়াজের। নাম রাখে জাহাজের, এই রোকেরাই কাজের। বদল বদল দিন বদল নেতানীতির বিন বদল, রাস্তা ঘাটের হাল বদল চোর ধরার জাল বদল। বাঘ আছে তো দাঁত নেই, হাট বাজারের জাত নেই ভেজাল ধরার হাত নেই। বহু দিন পরে থাকতে এলো ঘরে, চাঁদাবাজির ডরে মরার আগেই মরে