পুনরুত্থান

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
সবাই তার মৃতু্য দেখে মগ্ন, দূর দূরাশা ছড়িয়ে আছে অঙ্কে। জেরুজালেম রুদ্ধবাক ভগ্ন, পড়বে কেবা ফারিসিদের পঙ্কে। জুয়ার গুটি পুরোহিতের দৃষ্টি, মন্দিরের ঘাসে ঘুঘুর রক্ত। এত দিনের লালিত সব কৃষ্টি, গুঁড়িয়ে দেবে নতুন প্রভু ভক্ত? চেঁচিয়ে ওঠে ফতোয়াবাজ ফন্দি, রাজার রাজা সাজার একি ধান্দা? নকল এই রাজাকে করো বন্দি, আমরা সব খোদার সৎ বান্দা। তার ছোঁয়ায় মৃতরা হয় জ্যান্ত, দৃষ্টি পায় কুষ্ঠরোগী অন্ধ। \হযে করে হোক করতে হবে ক্ষান্ত, ঈশ্বরের সব দরোজা বন্ধ। আহার শেষ ঘনিয়ে এলো সন্ধ্যা সুগোল হয়ে বসলো যত শিষ্য। জুডাস যার হৃদয় ছিল বন্ধ্যা, আরো ছিলেন ভক্ত কিছু নিঃস্ব। আকাশে চাঁদ কাঁপছে কালো রক্ত, প্রভুকে কে ধরিয়ে দেবে ধন্ধ? গড়িয়ে যায় অপেক্ষার অক্ত, \হমোরগ ডাকে ফুলিয়ে নাসারন্ধ্র।