অকালবোধন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রহমান মুজিব পাতা হতে ঝরছে ফোটা ফোটা বৃষ্টিকথা এ রাতে কে মাড়ায় কার তৃষিত ছায়াপথ কে দেখে নুন জলে শানিত করা ঢেউয়ের ছুরি বুকের উনুনেপোড়া সৃজিত কফিনের বর্তমান জ্বলো! জ্বলতে দাও সুধাময় পাপের জীবন যে বরফের তুরুপে ফাটে মেঘের আকাশ তার জলে বেমালুম সেলাই করেছি সোনার চাদর নেশা কেটে গেলে দেখি- সে আমার বেলা অবেলার সুস্বাদু অকাল।