প্রেমপর্ব ১১০

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সমীর আহমেদ অন্ধকারে আমাকে খুঁজে পাবে না। যদিও আমি মিশে থাকি তোমার সত্তায়; অনুভব করি তোমাকে। ছায়া যেমন অনুভব করে রোদের দহন। আমার কোনো দৃশ্য নেই, তবু ঘুরি-ফিরি \হতোমারই সঙ্গে। কখনো তুমি ছায়া হয়ে গেলে, তোমাকে বুকে নিয়ে আমি পুড়ি রোদের মতোন। বাণী নেই, কতো সুর গুমরে মরে বাঁশির ভেতর। ফুঁ যে দিতে জানে, তাকে \হসে খুলে দেয় নিজের অন্তর। রোদ-ছায়ার দৃশ্য থেকে জন্ম নিলে প্রণয়ের পাখি, দূরের আকাশও বাড়িয়ে দেয় নৈকট্যের হাত