চাঁদ নেই, চাঁদার শহর

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফকির ইলিয়াস কথা ছিল আমরা সম্মিলিত আকাশ কাঁপিয়ে স্নান করবো, রজত-পূর্ণিমায়। একটি নদী কিংবা একটি পাথরের কিনারে বসে শোনাবো অর্জনের গল্প আর ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাব্য কাব্যগাথা। কথা ছিল- \হবৃষ্টিকে ভালোবাসবো, \হবৈধব্যকে নয়; \হনক্ষত্রের কাছে যাবো \হনরকের কাছে নয়; \হনির্মাণকে বরণ করবো \হনৃশংসতাকে নয়। .অথচ বিক্রি হয়ে গেল আমাদের রক্ত, বন, বৃক্ষ,বালু, ইস্পাত সবকিছুকে জিম্মি করে উলস্নাস করলো কিছু চাঁদাবাজ! রেলপথ, নদীপথ, আকাশপথ ইজারা দিয়ে ওরা বললো; দখলের জয় হোক! গালে হাত দেয়াও ভুলে গেলাম আমরা! মহাসড়কে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানালো একাত্তরে হারিয়ে যাওয়া কয়েকজন শহীদের কঙ্কাল!