একবার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মাহবুবা ফারুক পাহাড় ছেড়ে যায় যখন নদী \হফেরে না ফেরে না আর পাহাড় ডাকে না তাকে এসো বুকে আরেকটি বার। \হঢেউয়ে ঢেউয়ে যত অভিমান নীরবে বাড়ায় শুধু ব্যবধান। দূরে যেতে যেতে দুজন কখন \হঅন্যের হয়ে যায়, পাহাড় নদীকে শুধু জন্মের \হসময়ই কাছে পায়।