ডাক পিয়ন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বাবুল তালুকদার
ঝোলা কাঁধে ডাক পিয়ন হেঁটে চলে বাড়ি বাড়ি প্রতিদিন ফেরি করে চিঠি রাজপথে রোদ-বৃষ্টি তারপরেও থেমে নেই, ছুঁয়ায় প্রতিদিন প্রতিমুহূর্তে এখান থেকে ওখানে সুখবলে কিছু নেই ডাক পিয়নের হৃদয় গহিনে কষ্ট আর কষ্ট বেদনার ছাপ যুগ যুগ যেন এভাবেই চলছে তবু, থেমে নেই কর্মে শতাব্দী থেকে শতাব্দী ঘুর বেড়ায় মানুষের মাঝে কর্ম ও সেবায় লিপ্ত থাকে প্রতিমুহূর্ত ডাক পিয়ন ফেরি করে বেড়ায় চিঠি ছড়িয়ে দেয় মানুষের মাঝে হাসি-কান্না আর ভালোবাসায়।