logo
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

সুন্দরবনের ভালোবাসা

প্রণব মজুমদার

বুলবুলের গর্জন শোনেনি সুন্দরবন

লাগেনি আঁচড় উপকূলের শান্ত মন

অথচ তার গায়ে বিষাক্ত ছোবল

বন উজাড়ে পাশবিক নেশার মঞ্চায়ন

প্রাণীর ভালোবাসায় বৈরী আচরণ

সভ্যতার কারুকাজে শুধু ধ্বংসলীলা

একে একে বিলীন হয়ে যাচ্ছে সব

মানব ক্রোধ অনলে ছাই হয়ে যায়

প্রকৃতির শাসন আচরণে ঘৃণা প্রকাশ

সভ্যতার দোহাই দীর্ঘমেয়াদে নিষ্ফল

সুন্দরবন প্রাণকূলকে বাঁচিয়ে রাখে

প্রকৃতির প্রত্যাশা সুখ উষ্ণ প্রভায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে