বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোমার কথা

নতুনধারা
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

স্বপ্নীল ফিরোজ

একটি হিমযুগ পেরুতে পেরুতে আমরা যে কথা বলেছিলাম,

ইথারে তার কিছুই হারায়নি। সময় জমাট বাঁধতে বাঁধতে

তুমি চলে গেছ দূরের আকাশে। বিকল একটি জাহাজ

আটকে আছে বিজন দ্বীপে- এমন দৃশ্য কি আছে তোমার দেয়ালে?

তোমার কথাগুলো কুড়িয়ে নিয়েছিলাম ফুলের মতো। আজ দেখি

কথার চেয়ে বড় কোনো মারণাস্ত্র নেই। পুড়ে যাচ্ছে বুক, পাঁজরের

হাড় ও হৃদয়। তবু শব্দের তুলি আমার ক্যানভাসে ঘুরে ঘুরে

আঁকে শুধু তোমার ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78579 and publish = 1 order by id desc limit 3' at line 1