তোমার কথা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বপ্নীল ফিরোজ একটি হিমযুগ পেরুতে পেরুতে আমরা যে কথা বলেছিলাম, ইথারে তার কিছুই হারায়নি। সময় জমাট বাঁধতে বাঁধতে তুমি চলে গেছ দূরের আকাশে। বিকল একটি জাহাজ আটকে আছে বিজন দ্বীপে- এমন দৃশ্য কি আছে তোমার দেয়ালে? তোমার কথাগুলো কুড়িয়ে নিয়েছিলাম ফুলের মতো। আজ দেখি কথার চেয়ে বড় কোনো মারণাস্ত্র নেই। পুড়ে যাচ্ছে বুক, পাঁজরের হাড় ও হৃদয়। তবু শব্দের তুলি আমার ক্যানভাসে ঘুরে ঘুরে আঁকে শুধু তোমার ছবি।