ঝুলনপূণির্মা থেকে নেমে এলো

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
ঝুলনপূণির্মা থেকে নেমে এলো এই ধরাতলেÑমতের্লাকে ভুবনবিস্তারী আলোয়! বাষ্প হয়ে ছিল এতদিন বারিবিন্দু হয়ে শ্রাবণের বৃষ্টিতে নামল এই মৃত্তিকায়! এই চারণভ‚মিতে! শাখানদীÑউপনদীÑস্রোতস্বিনী টের পেল টের পেল জলেশ্বর! বহুদিন ছিল অনাবৃষ্টি! খরা! জরা! বায়ুশকুন নিয়ন্ত্রণ করছিল বায়ু হাতপাখাও ছিল নাÑ রোদে পুড়েÑবৃষ্টিতে ভিজে শত-শত হাজারে-হাজারে সূযর্মণিরা সূচিভেদ্য অন্ধকারের ভেতর নিয়ে এলো সূযর্কান্ত দিন! অন্তিমদশা থেকে জন্মলাভ করল আশা মুমূষুর্ সময় থেকে জন্মলাভ করল ভাষা গভের্মাচন হলো বহু সত্যের! পুরনো ও জীণর্ বলিরেখা দূর হয়ে গেল রূপকথা নয় উপকথা নয় দৃশ্যকাব্য নয়Ñ অলোকসামান্য জীবনকাহিনী রচিত হলো!