ঈদ এবং রাখালের গরুর রচনা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

রহমান মুজিব
ঈদের নৌকা মাকার্ চঁাদে নীল গরুর একজোড়া পিতল শিং তার জখম মৈথুনে টানা আমার রক্তাক্ত শৈশবের লাল জামা এছাড়া আমার আর কোনো ঈদ ছিল না, ছিলনা ঈদের লাল জামা আমাদের ঘরে ঈদ ছিল বিধবা মায়ের বিলাপের সরব কোলাহল বরাবরের মতো কচিভোরে বাড়িমুখী অপেক্ষা রেখে নুন-পানতায় পাঠ নিতাম, আর একটি পেঁয়াজের ‘চোখ ধরা’ নিয়ে চলে আসতাম মাঠের সুদীঘর্ খাতায় যেখানে বণির্ল আলপনায় লেখা ছিল একজন রাখালের গরুর দীঘর্ রচনা, সবুজ-হলুদ-সোনালি ফসলের ড্রয়িং এবং দুপুররোদে আমার দেহকলার তামাটে কম্বিনেশন ঈদের দিনে আমার কোনো ঈদ ছিল না শুধু এই মাঠে নিজকে নিজে বারবার জবাই করে নিজেরই রক্তে লিখেছি ঈদের লাল প্রতিচ্ছবি, শৈশবের জামার মতো লাল