স্বাধীনতা ও মুক্তির কবি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

মাহফুজ আল-হোসেন
আকাশের মতোই দিগন্তবিস্তৃত ছিল পিতার হৃদয়ের উদার জমিন আকাশের তারকারাজি সমস্বরে দাবি জানালো তারা তঁাকে আকাশের কবি নামেই ডাকবে। সুনীল জলরাশি জানালো মানুষের প্রতি পিতার ছিল মহাসমুদ্রের চাইতেও সুগভীর মমত্ববোধ তারা চায় কল্লোলে তঁাকে সাগরের কবি নামে ডাকতে। জন্মভ‚মির মাটি জানালো জনকের মতো তাদেরকে কেইবা এতোটা নিবিড়ভাবে ভালোবেসেছে বুকের তাজা রক্ত সপরিবারে দান করেছেন মৃত্তিকায় তাই তারা স্থির করেছে পিতাকে মাটির কবিই বলবে। এ জনপদের অধিকারহীন মানুষকে ধাপে ধাপে তিনি প্রস্তুত করেছিলেন চ‚ড়ান্ত সংগ্রামের জন্যে শুনিয়েছিলেন মুক্তি ও স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতাখানি ওই অমর পংক্তিমালা বুকে ধারণ করে ত্রিশ লক্ষ মানুষের অকাতরে জীবনদান আর তার বিনিময়ে মুক্ত স্বাধীন সাবের্ভৗম বাংলাদেশ। সবর্কালের মুক্তিকামী মানুষের দিশারী-হে পিতা নিউজউইকের দৃষ্টিতে তুমি রাজনীতির কবি হলেও মহাকালের নিরিখে তোমার প্রকৃত অভিধা: স্বাধীনতা ও মুুক্তির কবি।