বাঘ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
বয়সের ভীষণ বাঘ তাড়াচ্ছে আমায় একে একে যাচ্ছে তার পেটের সব কিছু হাড়, চামড়া, মাস স্মৃতি ভাÐার চুলের বাহারি শিকড় কুচকুচে রং খাচ্ছে চোখের জ্যোতি, জিহŸার স্বাদ এমন কি চাকরিতেও দিয়েছে কামড় যা কিছু পাচ্ছে পথে যাচ্ছে গিলে কখনো থাকছে পড়ে নখের আচড় থামছে না ক্ষুধা তবু যাচ্ছে বেড়ে অসহায় আমি শুধু চেয়ে চেয়ে দেখি ক্রমেই, আটকাচ্ছে কানে চাবিহীন তালা দড়ি বেঁধে থামাচ্ছে রোজ চলবার গতি নিরন্তর যুদ্ধ করি জিতে যায় বাঘ দারুন ভ্রæকুটি তার বোঝা ভার মতি।