রবির আলোয়

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

মিতুল সাইফ
ছেলেটা হঁাটলে তার পায়ে পায়ে তৈরি হল পথ। চৌকাঠের নিষেধের বেড়া ভেঙে তঁার পায়ে পায়ে রোদ গড়ালো। আমাদের নিয়ে গেল পৃথিবীর আঙিনায়। আমরা জানলাম ভালোবাসতে হয়, ভালোবাসলে ভোর আসে। তার হাতে হাতে তৈরি হল সুখ। তার আয়নাতে মুখ দেখে বুঝলাম; আমরা বাঙালি, পারি আমরাও। জোড়াসঁাকো থেকে জুড়ে গেল আরো একটা বগি, নতুন ইঞ্জিন। রবির আলোয় চিনে নিলাম মানুষের তুলনায় পৃথিবী ছোট্ট এতটুকু।