হাঁসগুলো সজারু হয়ে যায়

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

শাফাত শফিক
বৃক্ষ পলস্নবের সস্নেহ ছায়ায় নিস্তরঙ্গ দীঘির মায়াবী জলে সাঁতরাতে সাঁতরাতে হাঁসগুলো হঠাৎ সজারু হয়ে যায়। শিশির কাতর মোলায়েম ঘাস রাত্রির জন্য ঝরায় অশ্রম্ন করে আকুল প্রার্থনা একদিন সেও হয়ে যায় ত্রাস জাগানিয়া কংক্রীট অজগর। বৃষ্টিস্নাত কোমল জমিন চাতক পাখির মতো ব্যাকুলিত বুকে তার শৈশবের হুলেস্নাড় কৈশোরের কলতান অবোধ অবুঝ ছোটাছুটি সেও একদিন সুদৃশ্য ফণায় ভরে বিষ হাঁকে নিন্দিত হুংকার।