সে আমার হৃদয়ের মতো

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

দালান জাহান
রোজ রাতে বুক বেয়ে হেঁটে যায় ত্রয়োদশী এক বদ্ধ উন্মাদ আমি তাকে পথ দেখাই পূর্বস্তরের ধ্বনিতত্ত্বে অধিকারের ঝুঁকি নিয়ে ইষ্টক হাতে সে দৌড়ে আসে আর্যভাষায়। আমি তখন জ্বালিয়ে দিই রাস্তার প্রাণ সে নেমে আসে উদ্বৃত্ত স্বরে নূরের আগুনে ঝলসে ওঠে জল পৃথিবীর সংযোগস্লে যোগ হয় আরেকটি টেকনোটিক পেস্নট আহা! কী মহামায়ায় আমার সর্বাঙ্গে মিশে যায় সে আমার হৃদয়ের মতো।