কষ্টকাব্য

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

জাকির আজাদ
এক. কাউকে না কাউকে নিশ্চিত ভালো তো বাসতেই হবে, বুকের ভেতর কান্না আটকে জবরদস্তি হাসতে হবে। যতো দূরের পথটা থাকুক তবু কাছে আসতে হবে, বিরামহীন সময় ধরে দুঃখের জলে ভাসতে হবে। দুই. কিয়ৎ জানার নেই প্রয়োজন বিশদভাবে জানতে হবে, মান্য করার মতো নয়তো তবু তাকে মানতে হবে। ঘৃণা নিন্দায় দূরে সরুক কাছাকাছি আনতে হবে, গভীর যত দুঃখ কষ্ট জনম ভরে টানতে হবে।