শীতের সমারোহ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

আফিফ জাহাঙ্গীর আলি
শীতের আগন্তুক শৈত্যপ্রবাহে ঠান্ডা বাড়ে-মর্মর বৃক্ষপত্র ঝরে পড়ে; কুয়াশায় মোড়া দিন আবছা দিনভর মোরগ বাক পাড়ে ভেবে ভেবে ভোর রাতভর ঘাসে শিশির জমে প্রতু্যষে সিগ্ধ সবুজ ঘাসের ওপর হাঁটলে স্ক্যান করে ছাপ মেলে ধরে শিশির শীত বরফ জমায়- মেঘ গলিয়ে বৃষ্টি নামায়! তাপ শীতের অস্তিত্ব বিলীন করে তাই তো ঘনকুয়াশার আবরণে ঢাকা সূর্য নিষ্প্রাণ নিষ্প্রভ সূর্যালোক কাটার অপেক্ষার প্রহর গুণেও মেলে না শীতের সমারোহ দৃশ্যমান কুয়াশা- শিশির দেশজুড়ে সর্বত্র শীতঋতু রসনা বিলাসে পিঠা-পুলি-পায়েস বাঙালির ঐতিহ্য অনাবাদী বিস্তীর্ণ মাঠে ফসল ফলাতে সেচের স্তর হিম হালের কাদাজলে ইরি-বোরো আবাদ চলছে শীতে উপেক্ষা করে শীতে পরিযায়ী পাখির ভালোবাসার দেশ- বাংলাদেশ।