শীতের সনেট

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

নূর মোহাম্মদ
হিমালয় হিমানীর উম সুখে ঘুমাচ্ছিল শীত হেমন্তের বিচ্ছেদের বেদনায় ভেঙে যায় ঘুম শীতের হাসি ফোটাতে শিশিরের অভিনব চুম কুটুম পাখিরা শুনে হেসে ওঠা কুয়াশার গীত রাত্রিউম মিষ্টিরোদ জেগে থাকে শীতের পিরিতে হাওর-নদীর জলে ঘাসে ঘাসে ওসের বাসর মুক্তোর টপটপ শব্দে ভেঙে যায় পাতার আসর পর্যটকের পা চোখ ঘুরে ফেরে সাগর গিরিতে গরিবের শিশু বৃদ্ধ জাড়ে জাড়ে কোঁকিয়ে কাতরায় সবুজ আর নদীর খাদকেরা গিলে খায় সুখ কোমল পায়ে হেঁটেও শীত হায়! খুব পায় দুখ শাদা ভলস্নুকের মতো রেগে ওঠে বারবার কামড়ায় টোকাই আর গাঁয়ের এতিমেরা শীতাতপ ফাঁদে বাসাহীন পাখি কিংবা রোহিঙ্গার প্রাণ হয়ে কাঁদে।