প্রচ্ছদহীন নদী

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

আয়েশা মুন্নি
আমার বুকের জমিনে এখন শতাব্দী ঘুমায়, মৃতবৎসা চাঁদ ঘুমায়, তুমিও ঘুমাও ইতিহাসের অন্ধকারে. মৃত স্বপ্ন চাষে সভ্যতা ঘুমায় গিরিখাতে, পুরনো শোকে শুধু আমার চোখে ঘুম নেই তোমার পদশব্দে যখন বুনোফুলের স্বপ্ন সাজে, যখন তোমার হৃদয়ে নিষিদ্ধ প্রেমের ঝংকার ওঠে, অবৈধ ইতিহাসের গোড়াপত্তন হয়, আমি তখনও তোমাকে ভালোবাসি। আমি এখনো তোমার ছোঁয়ায় জল হই, বৃষ্টি ভালোবেসে. এখনো তোমার কষ্টে ঝর্ণা হই নদে মিশে যেতে.. তোমার প্রতীক্ষায় আজও নিশি জাগি সেই ফেরারি সুখের গোপন নামে আজও তোমাকেই ডাকি- তুমি প্রচ্ছদহীন নদীর ডুব সাঁতার শেষে একবার এসো। সবশেষেই না হয় ফিরে এসো, ফিরে এসো কেবল আমারই হয়ে।