সুদর্শনা মৃত্তিকা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

শম্পা মনিমা?
সিঁদুরের মতোই যৌবন উজ্জ্বল রাত মৃত্তিকা শীত কাটিয়ে খোলে ঘোর, বিছানায় আসে গেরুয়া তুফান নবান্নের ধান ভরেছে বয়স পৃথিবীর, ফুরায়নি তার হলুদ মাঠগান। সন্ন্যাসী যোদ্ধা ঢালে উষ্ণতা ধমনিতে কেড়ে নেয় দোষী অভিসন্ধির যাপন মাঠ ফুরায় আয়ুর পরিধি কে পাহারা দেবে স্বেচ্ছাচারী এই জীবন! পিশাচরের হাতে কাটে পলির প্রেম অন্ধ মূক হয় স্বাধীন রিপুর নিত্যনব তেজ ফিরে আসুক স্বজন সুরভিত কুমারী ভূমি তন্দ্রাচ্ছন্ন থাকতে ভালো লাগে আজ বেশ।