অনিন্দ কলংক

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

আখতার হোসেন মন্ডল
ধরনীর বুকে রাতের প্রদীপ আলোর নির্ঝর চাঁদেরও কলংক আছে তবু মনোহর। সুন্দরের প্রতীক চাঁদ কাব্য-কমল সরোবর নিরজনে বিরহ মিলনে স্বপ্ন-সুখের অনুচর। নিরখিয়া সুন্দর মুখ বিমুগ্ধ চোখে বলি তাকে চাঁদমুখ প্রিয়ো কিংবা প্রিয়াকে। চাঁদ আর ফুলের নামে শত শত নাম চাঁদ মামা চাঁদের হাট কত যে সুনাম। ফুলে আছে বিষ তবে শ্রেষ্ঠ উপহার ফলেও তো আছে কীট তবু উৎকৃষ্ট আহার চাঁদ কিংবা ফুল যেমন ইচ্ছে যার মানুষই হতে পারে কর্মগুণে তার।