বিষণ্ন স্বপ্নের আকাশ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

আদ্যনাথ ঘোষ
এই সব মায়াবী সুখের উঠোন, মমতার আঁচল আর শান্তির উষ্ণতা ছড়িয়ে দিতে সুখের পায়রা হয়ে গাঁয়ের মেঠোপথ ধরে সবুজের পরশ ছায়ায় শীতের ডানাগুলো ঢেলে দেয় শিশিরের বিছানায় আলোর ঝলকানো নাচন। তবুও নীলিমার চোখ কেঁদে যায় ঝরে পড়ে গোলাপের সুবাসিত ভোর আত্মাকে দীর্ণ করে দুঃস্বপ্নের আঁধার নেমে আসে কুয়াশার কান্নাভেজা শীতল গালিচায়। বুঝি এত সব দুঃখের ছামিয়ানা বিষাদের গোপন বেহালায় করুণ সুর তোলে আর ফেলে যায় বিষণ্ন স্বপ্নের আকাশ।