নার্সিসাস জল

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

স্বপ্নীল ফিরোজ
প্রমাণ করতে পারবে না জেনেও সিঁদেল চোরের মতো আমাকে কেন বেঁধে রাখো? পাথরের মতো ভারী তোমার পাঁজরের বেড়া। একটি দুটি পাথর সরাতেই চোখে চোখে ঠোকাঠুকি। আগুন জ্বলে ওঠে নার্সিসাস জলে। পালাতে পারিনি আর। বাঁধা পড়ি জলের ছায়ায়, রূপের মায়ায়। জলের প্রতিবিম্ব কেন ভেঙে গেল ঢেউয়ে? সন্দেহের ঊর্ধ্বে নয় কিছুই। তুমি বলো তো, আমি কি সত্যিই চোর? আজ হাতকড়া কেন আমার হাতে?