স্বাধীনতার স্থপতি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. আখতার হোসেন মন্ডল
তুমি আছো স্মরণের আয়নাতে তুমি ছিলে তুমি রবে নীরবে নিভৃতে, বাংলার আকাশে তুমি ধ্রম্নবতারা বিজয়ের সূর্য ঝলমল বসুন্ধরা, অবিসংবাদিত নেতা জাতির পিতা। ছিলে বিনয়ী সদয় অন্যায়ের প্রতিবাদে হিমালয়, নিজস্বার্থে আনমনা পরার্থে মমতার গিরিঝর্ণা। বাংলাদেশ বিশ্বের এক বিস্ময় বিশ্ববাসী তাই অবাক চেয়ে রয় তোমার দেখানো প্রগতির পথে তোমারই সাজানো মনোরথে এগিয়ে চলেছে দেশ দুর্বার উন্নয়নের রূপকার তোমারই কন্যা। যার মাঝে খুঁজে পাই তোমারই স্বপ্ন-সাধনা। তোমার তেজোদ্দীপ্ত বাণী আকাশে বাতাসে যায় অনুরুণি, তুমি আশৈশব অদম্য অসাধারণ, নেপথ্যের শক্তি সাহস প্রণোদনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রবে মিলে মিশে অসাম্প্রদায়িক সমাজের এই অপার বন্দনা তোমারই ধ্যান তোমারই ধারণা। তুমি স্বাধীনতার স্থপতি জনতার মনোরাজ্যে নন্দিত নৃপতি বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ বাঙালি তোমারই আহ্বানে বিশ্ব মানচিত্রে পেলাম ঠিকানা মুক্তির সোনালি সৈকতে, তোমার নীতি, দৃষ্টি, সৃষ্টি দেশপ্রীতি বিপস্নবী চেতনা, হে মুজিব, তুমিই তোমার তুলনা।