একটি দেয়ালিকার বাহক

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

শাশ্বত হাসান
বাতেন, তাড়াতাড়ি করো এখনই সূর্যদর্শন হবে আজ বিজয় দিবস মানুষ হত্যার গণনা হবে। এটা কোনো নাগাসাকি নয় হিরোশিমা নয় বাতেন, এটা আমাদের প্রিয় স্বদেশ। হাইজেন বার্গ এখানে আসেনি রবার্ট ওপেন হাইমারও আসেনি এটা পাক সেনার গণহত্যার ইতিহাস বাতেন, তাড়াতাড়ি করো। এখনই টাঙ্গাতে হবে দেয়ালিকা এটা কোনো মৎস্য খামারের ছবি নয় কিংবা কোনো শীত বান্নির খবরও নয়। কার কার কবিতা গল্প নিয়ে শোভিত হবে বাংলাদেশ? শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, আবুল হাসান, সাবদার, সিদ্দিকী, ত্রিদিব দস্তিদার না গোবিন্দ হালদার? কার কার গল্প যাবে? মঞ্জু সরকার আর ইউসুফ শরীফ। বাতেন, তুমি আজ কেমন আছো? চায়ের দোকান ছেড়ে নিঝুম গোরে আমি তোমার হাতের অলংকৃত দেয়ালিকার বাহক। মিতালী সংঘ তোমাকে ধন্যবাদ। প্রিয় মাতৃভূমি আমি একটি দেয়ালিকার বাহক।