মুক্তিযুদ্ধের বিজয়

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

বাবুল তালুকদার
চারিদিকে যুদ্ধ মহাযুদ্ধ গুলিবর্ষণ ছোটাছুটি মানুষ আর মানুষ একপ্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় জীবন বাঁচানোর জন্য একাত্তরে পাকসেনাদের অত্যাচার সারা বাংলাদেশজুড়ে রাজাকার, আলবদর, আলশামস ঘরবাড়ি পুড়ে যায়, পুড়ে দ্যায় মানবদেহ আলো ছেড়ে, অন্ধকারে কাটায় দিন নয়টি মাস যেন এভাবে চলে যায় প্রতিদিন প্রতিমুহূর্ত ঘুম নেই, খাওয়া নেই, গোসল নেই, দিনরাত চোখে-মুখে বেদনার ছাপ। ভারী হয়ে আছে আজও নীল আকাশ। মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষার জন্য মা ও মাটির জন্য। নয়টি মাস যুদ্ধ যুদ্ধ লড়াই করে ছিনিয়ে আনে একটি বিজয়, একটি দেশ একটি লাল-সবুজের পতাকা সোনার বাংলাদেশে।