মুজিববর্ষে কামনা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

শুকদেব মজুমদার
নেতা না থাকলে কী হয় তার চরম পরিচয় হলো পঁচাত্তরের পনেরই আগস্টের পরে নিথর বাংলাদেশ, জবুথবু কালাজ্বরে- ছোটখাটো একজন মুজিবও তো সেদিন জন্ম নিতে পারতো, 'ভায়েরা আমার' বলে জাতিকে জাগাতে পারতো! অথচ সেই নেতা যার ঐন্দ্রজালিক আহ্বানে জনতা- আবালবৃদ্ধবনিতা- হতো ঐরাবতের মতো একত্রিত উদ্দাম, হলো পদানত শত্রম্নপক্ষ- পাক-হানাদারবাহিনী- বাঙালির বিজয়গাঁথা সে, এক রোমাঞ্চকর কাহিনী। এক ভুতুড়ে তৎপরতায় দূরে টুঙ্গিপাড়ায় কবর দিয়ে তাকে লাভ কী হলো? হাত বাড়ায় বিশ্ব আজ তার কবরের মাটি একটুখানি ছুঁয়ে দেখতে জন্মদিনের তার জবর খবরটুকু নিতে আর তা মহাসমারোহে পালনে করতে একযোগে মুজিববর্ষে- বাঙালি, বাংলাদেশ বাজুক এভাবে উৎকর্ষে।