হৃদয়ের ধর্মশালায়

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

জে এম আজাদ
চলে এসো বন্ধু স্বপ্নের আর্দ্র-পারদে ভেজা এই কুয়াশা গন্ধময় সুনীল শহরে, আমরা রোদ-কাতান দিয়ে তোমায় বরণ করে নেব। তুমি আসলে এই শহরের দ্বীপময় পৃথক অস্তিত্বগুলো নড়েচরে উঠবে বায়ুতে বিচ্ছুরিত হবে অমল আনন্দ সন্ধ্যা সেজে উঠবে হাজার আলোর ঝাড়বাহিতে; ছায়া-দীঘল একটা পথকে স্বপ্নের টানেল বানিয়ে আমরা বরণ করে নেব তোমায় বন্ধুত্বের বিনত শ্বাসে। চলে এসো বন্ধু ঠাসবুননের এই পাথুরে শহরে, আকাশছোঁয়া অট্টালিকার মিনারে চড়ে আমরা কান পেতে শুনব মেঘপরীদের গান দূর দিগন্তের অস্পষ্টতায় চোখ রেখে আমরা খুঁজে নেব স্মৃতির শুভ্রদানা \হযেখানে চেতনার রোদ পড়ে চিকচিক করে প্রেমদানা; ভালোবাসা তো এমনইি স্মৃতির তুলো নরম মেঘগুলো গলিয়ে গলিয়ে জীবনের না ছোঁয়া সব ঝর্ণাধারায় নামতে শেখায়। ও বন্ধু তুমি আসলে বারেক এভাবেই ভালোবাসা নামক এক প্রার্থিত ভোরের মোড়ক খুলে যাবে হৃদয়ের ধর্মশালায়।