স্বপ্ন ভঙ্গ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

মো. হাফিজুর রহমান
এলে তুমি পৃথিবীর বুকে শুনলে রবের নাম, কোলাহল সবার মাঝে ভরল সবার প্রাণ। চারদিকে সবাই মেতে উঠলো মিষ্টি হল বিলি, তোমার আগমনে মুখরিত হল আনন্দ করল সবাই মিলি। দিনে দিনে তুমি হলে বড় লক্ষ্যে ছিলে অটুট, কে কীভাবে কোথা থেকে কারা কাড়িল তোমার মুকুট। কেমনে যেন হলে তুমি নেশার ঘোরে মত্ত, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ছাড়িল সকল স্বত্ব। চেহারা তোমার হয়েছে ক্ষীণ তিলে তিলে হচ্ছে শেষ, এত কষ্ট কোথায় রাখব থাকতে পারি না আর বেশ। কোন অজানা দেশে চললে তুমি সবাইকে দিয়ে ফাঁকি। সাড়ে তিন হাত জায়গা নিয়ে রইলে সবার মাঝে। বছরান্তে তোমার নামে করে সবাই দোয়া- জানি, দেখ কি তুমি? অন্তরালে থেকে তোমার প্রিয় জনের মুখখানি।