কইতে পারতো যদি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

দুলাল সরকার
আমাগো মোনের মইধ্যে রউদের আঁচড় নাইকা আর সবডা শেতল ভাডা মোনমরা মিছামিছি গতরের লোম এ্যামোন ভিজ্যা গ্যাছে সঁ্যাত সঁ্যাতা ত্যানার মতোন চোড পাড নাই কিছু, এ্যাক্কারে পুরানা জামানা; ম্যাগের কী দোষ ? রইদতো পারেনা অইতে ম্যাগের খোলোশ ছিঁড়া ভাইঙা কপাট- আন্দারের ছঁ্যাছরামি, ফিসফাস কানকতা, ক্ষ্যামোতার দ্যাপোট খুইল্যা রইদের আসোরে বইয়া হলোক হলোক মেনে ঝগঝগা এ্যাক্কারে যুয়ান অইতে আর; কইতে পারতো যদি ইচ্ছার দাম দিতে অইবো আমাগো--- কইতে পারতো যদি আমাগো জীবনডারে আমরাই সাজামু, পারতো না কেউ আর ভুলাইয়া ভালাইয়া, মিথ্যার ফান্দে বাইন্দা পারতো না দাবাইতে আর আমাগোও ভাগ আছে এই কতা সুখের পছন্দ-- বানাইতে পৃথিমি এক রইদেও সাহিয্যে ম্যাগমুক্ত সক্কলের হাসিখুশি জীবনের সুন্দর ভূগোল।