মুক্তি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
রোদটা দাঁড়িয়ে আছে একটু পরেই দৌড়াবে যাবে কাঁঠালচাঁপার গাছে বৃদ্ধ বটের শাখায় একছুটে পার হবে দিগন্তজোড়া মাঠ বেয়ে উঠবে সুউচ্চ দালানের চূড়ায় তুমি কি আমাকেও সহযাত্রী করে নিবে রোদ? কতদিন স্থবির হয়ে আছি তোমার গালে গাল ঘষে উত্তাপের ভাগ কিছুটা আমাকে দিবে নাকি সখা ধার? হায়! দেখো না পেরেকে গাঁথা আমার দুঃখগুলো একবার তা ছুঁয়ে দেখো হাতে জলের মাছের মতো ঠান্ডা শরীর মৃতপ্রায় নদীর তীরে ফুটে আছে কাশ তাদের উদোম শরীর কিরণে সিক্ত করে যেটুকু বাকি থাকে আমাকে দিও তারপর একদিন নিজেই কাছে এসে পেরেকগুলো হঁ্যাচকা টানে তুলে নিয়ে দূরে বন্দি দুঃখগুলোকে মুক্তি দিয়ে তোমার সাথে করে দূরে নিয়ে যেও।