ভালোবাসি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আফিফ জাহাঙ্গীর আলি
মৌন অভিমানে তুমি দূরে চলে গেলে একা ফেলে বারেবারে মিছে বললে ভালোবাসি বিশ্বাস হয়নি- অবিশ্বাসের দোলাচলে কখন যে, বিশ্বাস জন্মেছিল জানিনে, নক্ষত্রহীন আকাশ থাকে রাতের প্রলেপে ঢাকা তুমিহীন আমার আমি শুধু একা- নীরবতার কোলাহল আমার ভালোবাসা! তোমার অযাচিত অভিমানে- অভিমানী হয়ে পিছু ডাকিনি তাইতো আমাকে পোড়ায় স্মৃতি- তোমার শূন্যতার হাহাকারে যেদিন ভালোবাসি বলে তোমার হাত বাড়িয়ে দিলে আমার হাতে প্রথম স্পর্শের থার্মোমিটারে ভালোবাসার পারদ মিলিয়ন ফারেনহাইট তাপে মোমের মতো গলে তোমার-আমার তালুর রেখা ভালোবাসার অভিন্ন প্রতীক হয়েছিল। নিত্যদিন সূর্যডোবার প্রাক্কালে তোমার মৌন অভিমানের দেখা মেলে- সন্ধ্যে ফোটা ঝিঙে ফুলে আর আমার সুপ্ত বেদনার অভিমান, \হবিবর্ণ বিষণ্ন ঘাসফুলে ছেয়ে ফেলা চারিধার।