মেঘবতী

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বাবুল আনোয়ার
মেঘবতী আকাশ ছুঁইতে পারেনি কখনো। মেঘের ছায়ায় জুড়াতে \হচেয়েছিল প্রাণ ক্লান্ত শরীর ধকল বাকলের দহন \হমেঘবতীর জন্য ফোটেনি কোনো ফুল রাতজাগা পাখি দেয়নি মোহন শিস জলভরা কলস নিয়ে আসেনি কেউ \হচৈত্র খরায় দগ্ধ তৃষ্ণার্ত দুপুরে। \হমেঘবতী মরে গিয়ে পড়ে ছিল পথের পাশে। চোখ তুলে দেখেনি \হকোনো মানব প্রাণ। নিথর নিষ্প্রাণ দেহে মুখ রেখে তার কেঁদেছিল একজন। সিদ্ধ জগতে নিষিদ্ধ চার বছরের শীর্ণ দীর্ণ অবুঝ সন্তান- নামেই ছিল মেঘবতী, মেঘের কন্যা \হমেঘতো দূরের কথা সভ্যতার কলসে তার জন্য ছিল না এক গস্নাস জল। \হআহা মেঘবতী- মেঘের কন্যা মেঘের অন্ধকারেই ঘুমাও