কঙ্কাল

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
মহাদেশ ও মহাসাগরগুলোর প্রভু হওয়ার লক্ষ্যে কত রণতরী! অভূতপূর্ব সামরিক ঘাঁটি ও সৈন্যদল! কখনো কখনো যুদ্ধের দামামা নিয়ে উত্তেজনা-সমুদ্রের মাছও টের পায়, আমরা মানুষেরা টের পেলেও মাছেদের মতো দৌড়াদৌড়ি করি না-ছটফট করি না, আমরা করুণ কঙ্কাল হয়ে আছি-শক্তিধর দেশগুলোর জাদুঘরে! কঙ্কাল হওয়ার আগে আমাদের মাথায় দেখো ব্যান্ডেজ ও শরীরের কত জায়গায় কত ধরনের সেলাই!