এত আদর কোথা পেলে

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আদ্যনাথ ঘোষ
পাখনায় আদরমাখা এত আদর কোথা থেকে পেলে? এখানে একটু বসো, পাশেই ধানক্ষেত, শাপলার ঝিল কতশত কলমিলতা মাথা তুলে আদর জানায়। এত যে সুন্দর বাতাস, ম-ম সরিষার ফুল শিমফুলে ভরে আছে মাঠ- ভ্রমরের তাথৈ নাচন, মৌমাছির কলতান গান, দু'চোখে উড্ডীন স্বপ্ন, ক্ষীরনদী, পলাশের টুকটুক লাল। আমাকে কাছে টেনে কানে কানে বলে যাও তুমি? এত আদর কোথা থেকে পেলে? কতদিন কতরাত তোমাকে সাজিয়েছি আমি। তোমার স্বপ্নের কথা, তোমার চেতনার ফোড়ন, তোমার কণ্ঠনালির উড়াল ডানায় ডানা মেলে সাজিয়েছি ফুলের মনভরা সাজি আর তোমার লাল থকথকে রক্তমাখা যতনের বেদি। আমাকে বলে যাও সযতনে তুমি? এত আদর কোথা থেকে পেলে? আমার মুখের আধো আধো বুলি- দরদিয়া দুখিনী বর্ণমালা কেঁদে কেঁদে হয়েছিল পাষাণ। তবুও পাথরচাপায় বুক বেঁধে দৃঢ় প্রত্যয়ে ছিনিয়ে এনেছি আত্মার নিশ্বাস অ, আ, ক, খ, ল। তারপরও বলি শোনো, কাছে এসে বলে যাও তুমি? এত আদর কোথা থেকে পেলে?