একুশতম কৃষ্ণচূড়া

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

এমরান হাসান
প্রতি ভোরেই আমার শুধু মরে যেতে ইচ্ছে করে তোমার আঁচলে দিব্যি শুয়ে থাকা ছায়াটির মতোন.... আমি কার কাছে যাব? কোন পথে যাব? যাওয়ার পথে শুয়ে থাকে দীর্ঘ অজগরের সুখ দখিনের অন্ধকারে টের পাই মাতামহের দীঘল ছায়া... একুশটি রক্তাক্ত গোলাপ হৃৎপিন্ডে তুলে জেগে আছি..... কেমন নির্বিকার!! এই তো জীবন আমার..... তোমাদের সঙ্গে বদল করা শূন্যতা নিয়ে এইবার ফিরে যাব প্রলুব্ধ নির্জনে