বঙ্গবন্ধু তোমার ভাষণ শুনে

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ০০:০০

দুলাল সরকার
বঙ্গবন্ধু, আজও যখন আমি একাকী দাঁড়িয়ে তোমার মহাকাব্যিক ভাষণটির মুখোমুখি হই শোকে, শক্তিতে বিহ্বল হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনি তুমি বলেছিলে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে ঐক্য বিনষ্টকারী শত্রম্নর বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান হায় পিতা, তখন তোমার স্বপ্নের স্বাধীনতার এতগুলো বছর পরেও তোমার উচ্চারিত স্বপ্নের বেলাভূমিতে পদ্মার ঢেউয়ের মতো কলেস্নালিত শব্দগুলো যখন ধীরে ধীরে জেগে ওঠে তোমার কন্যার কল্যাণে সব অন্ধকার পায় মাড়িয়ে ফিরে যাচ্ছে ধর্ম বর্ণহীন লোকজ বাংলার আউল বাউলের এক মানবিক উচ্চতায় বলো, কী করে বলি তোমার অনুপস্থিতিতে আমিও আকাশ ভালো বেসেছিলাম, লক্ষ লক্ষ লাশের উপর আমিও উড়িয়ে ছিলাম বাংলার শ্যামল জমিনে উদিত সূর্যের রক্তাক্ত উচ্চারণ